কয়রায় ইউপি চেয়ারম্যানের বিতর্কিত বক্তব্য: বিএনপির প্রতিবাদ, অপসারণ ও গ্রেপ্তারের দাবি
মুশফিকুর রহমান (কয়রা) খুলনা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটাক্ষপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করায় খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি।
রোববার (৬ জুলাই) মহারাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিএনপির আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম।
তিনি বলেন, “জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের এক নির্বাচনী মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মাহমুদ যেভাবে ড. ইউনুস এবং তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করেছেন, তা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি দাবি করেন, লন্ডনে ড. ইউনুসের তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করাকে ভুল বলে উল্লেখ করে আগামী নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, যা সম্পূর্ণ অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “এই বক্তব্য কেবল মিথ্যাচার নয়, এটি রাষ্ট্রবিরোধী। এজন্য ৭২ ঘণ্টার মধ্যে তার অপসারণ ও গ্রেপ্তার দাবি করছি।”
উল্লেখ্য, গত বুধবার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের এক বৈঠকে মাহমুদের দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মনিরুজ্জামান, এম এ হাসান, উপজেলা যুবদল সভাপতি শরিফুল আলম ও ছাত্রদল সভাপতি সবুজ প্রমুখ। বক্তারা ইউপি চেয়ারম্যানের বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়ে দ্রুত অপসারণ ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের দাবি জানান।
বিআলো/তুরাগ