বরিশালে ডেঙ্গুতে তরুণীসহ দুইজনের মৃত্যু
বরিশাল ব্যুরো: বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সনিয়া (১৮) এবং সাইফুল মোল্লা (৩৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ জন মারা গেছে বরগুনা জেলায়।
নিহত সনিয়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের বাসিন্দা। তিনি রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সাইফুল মোল্লা বরগুনা জেলার পাথরঘাটার বড়ই তলার গ্রামের বাসিন্দা এবং তিনি শুক্রবার শেবাচিম হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন। বরিশাল জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, পটুয়াখালী জেলার উপজেলাগুলোতে ৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, ভোলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে। এছাড়া পিরোজপুরে ১৭ জন, বরগুনায় ৬৩ জন এবং ঝালকাঠিতে ২ জন নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই সময়ে ১৭৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, “বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। মশার বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”
বিআলো/তুরাগ