সাতক্ষীরায় নবনিযুক্ত পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন
সুমন সরদার, সাতক্ষীরা: সাতক্ষীরায় নবনিযুক্ত ২৮ জন পুলিশ কনস্টেবলদের ব্যবহারিক ও ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার (৭ জুলাই) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার নবনিযুক্ত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং পেশাগত জীবনের প্রথম ধাপে পদার্পণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, তোমরা বাংলাদেশ পুলিশের নবীন সৈনিক। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে এসেছো তোমরা। আজ থেকে তোমাদের বাস্তবিক প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে দায়িত্ব, কর্তব্য, শৃঙ্খলা ও পেশাগত আচরণের মৌলিক জ্ঞান অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ একটি শৃঙ্খলাপূর্ণ বাহিনী। প্রতিটি সদস্যকে সর্বদা সৎ, নিষ্ঠাবান ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। সেবা প্রত্যাশী সাধারণ মানুষের সঙ্গে পেশাগত আচরণ, মানবাধিকার, অস্ত্রচালনা, আত্মনিয়ন্ত্রণ, আইন ও বিধিবিধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান হোসেন (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলাম, আরআই মোস্তফা কামাল এবং আরও-১ রিজার্ভ অফিসার মো. মিরাজুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা।
এই প্রশিক্ষণ শেষে নবাগত পুলিশ সদস্যরা বাস্তবক্ষেত্রে দায়িত্ব পালনে অধিক প্রস্তুত হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
বিআলো/এফএইচএস