পঞ্চগড়ে অনুষ্ঠিত হচ্ছে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট
শৃঙ্খলার আলো ডেস্ক: পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হচ্ছে “পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। গত ৬ ও ৭ জুলাই বিকাল সাড়ে ৪টায় পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে শুরু হয় এই প্রতিযোগিতা, যেখানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সমন্বয়ে গঠিত চারটি দল অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, পুলিশ লাইন্সের আরআইসহ অন্যান্য কর্মকর্তারা।
চারটি দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে -সদর সার্কেল বনাম পুলিশ লাইন্স ফুটবল দল, দেবীগঞ্জ সার্কেল বনাম পুলিশ অফিস ফুটবল দল। প্রাথমিক পর্বে উভয় ম্যাচে জয়লাভ করে পুলিশ লাইন্স ফুটবল দল ও পুলিশ অফিস ফুটবল দল ফাইনালে উত্তীর্ণ হয়।
আগামী ১১ জুলাই (শুক্রবার) বিকাল ৪টায়, পঞ্চগড় পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচ।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে খেলাধুলার বিকল্প নেই। পুলিশ সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও টিম স্পিরিট বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খেলা দেখতে মাঠে জড়ো হন জেলা পুলিশের সদস্যরা ছাড়াও স্থানীয় উৎসুক দর্শক। টুর্নামেন্টটি জেলার পুলিশ সদস্যদের মাঝে আনন্দ ও উদ্দীপনার নতুন মাত্রা যোগ করেছে।
বিআলো/এফএইচএস