ঝিনাইদহে সদ্য নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন
শৃঙ্খলার আলো ডেস্ক: ঝিনাইদহে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) জন্য পাঁচ দিনব্যাপী ব্যবহারিক ও ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ৭ জুলাই (সোমবার) ঝিনাইদহ পুলিশ লাইন্সে আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম।
প্রশিক্ষণ উদ্বোধনকালে পুলিশ সুপার নবীন সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা বাংলাদেশের পুলিশ বাহিনীর নবীন সদস্য। আপনাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব আগামী দিনে পুলিশ বাহিনীর পরিচিতি নির্ধারণ করবে। শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রেখে নিজেকে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত করতে হবে।
এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, মানবাধিকার, কায়িক অনুশীলন, অস্ত্রচালনা, আইন ও বিধিবিধান, এবং জনসেবামূলক আচরণ–সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল) মো. মাহফুজুর রহমান, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা।
পুলিশ সুপার নবনিযুক্ত সদস্যদের উদ্দেশে সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশের জনগণের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এই ব্যবহারিক প্রশিক্ষণ শুধু নিয়ম-নীতি শেখার জন্য নয়, এটি একজন পুলিশ সদস্য হিসেবে আপনাদের ব্যক্তিত্ব গঠনের ভিত্তি তৈরি করবে।
এই প্রশিক্ষণ কার্যক্রম নবীন পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে বাস্তব কাজের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিআলো/এফএইচএস