নড়াইলে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন
শৃঙ্খলার আলো ডেস্ক: নড়াইল জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) জন্য ব্যবহারিক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই (সোমবার) সকাল ১০টায় নড়াইল পুলিশ লাইন্সে আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার নবীন সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা পুলিশের ভবিষ্যৎ। শৃঙ্খলা, কর্তব্যপরায়ণতা এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে একজন আদর্শ পুলিশ সদস্যে পরিণত করতে হবে। এই ব্যবহারিক প্রশিক্ষণ সেই লক্ষ্য অর্জনের প্রথম ধাপ।
তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা অর্জন করতে হলে কাজ করতে হবে পেশাদারিত্ব, মানবিকতা ও আন্তরিকতা নিয়ে। আপনাদের সততা ও নিষ্ঠাই হবে পুলিশের প্রকৃত শক্তি।”
এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা পেশাগত আচরণ, আত্মনিয়ন্ত্রণ, আইন ও বিধিবিধান, অস্ত্রচালনা, মানবাধিকার, কায়িক প্রশিক্ষণ ও জনসেবামূলক আচরণ–সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করবেন।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং কনস্টেবলরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীরা মনোযোগ সহকারে পুলিশ সুপারের দিকনির্দেশনা শ্রবণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/এফএইচএস