মুন্সীগঞ্জ জেলা সফর করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক
শৃঙ্খলার আলো ডেস্ক: ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রেজাউল করিম মল্লিক ৭ জুলাই সোমবার মুন্সীগঞ্জ জেলা সফর করেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী দুপুর ১২টায় তিনি মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
ডিআইজি পৌঁছানোর পর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় তিনি জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্স সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাঁদের সম্মিলিত সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ফোর্সদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান।
কল্যাণ সভার শেষাংশে তিনি ২০২৪ সালে শহীদ হওয়া মুন্সীগঞ্জ জেলার তিন পুলিশ সদস্য-সজল, রিয়াজুল ও ডিপজল-এর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্বরূপ উপহারসামগ্রী তুলে দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সফর শেষে ডিআইজি রেজাউল করিম মল্লিক মুন্সীগঞ্জ জেলা পুলিশের জন্য যমুনা ব্যাংক কর্তৃক অনুদানকৃত একটি হায়েস মাইক্রোবাস পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। নতুন যানবাহনটি জেলার আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমে ব্যবহৃত হবে।
বিআলো/এফএইচএস