পরশুরামে মিশন হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ নারীকে সেলাই মেশিন উপহার
আজমির মিশু, ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলায় কর্মমুখী ও অসচ্ছল ১৩ জন নারীকে সেলাই মেশিন উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মিশন হেল্প ফাউন্ডেশন।
রবিবার (৬ জুলাই) সকালে স্থানীয় একটি অডিটোরিয়ামে সংগঠনের স্বাবলম্বীকরণ প্রকল্প-এর আওতায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১৩ জন নারীকে এই সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমাম হোসেন সজীব এবং সঞ্চালনা করেন সহ সাধারণ সম্পাদক আবদুল কাদের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবদুল হালিম, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসাইন, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, পরশুরাম প্রেস ক্লাব সভাপতি এম.এ. হাসান, পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা, ইসলামী আন্দোলনের উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোবারক হোসেন নুরপুরী, গুথুমা কেবি আজিজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা এমরান উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। শেষে অতিথিবৃন্দ ১৩ জন নির্বাচিত নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা প্রদান। সংগঠন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়।
বিআলো/এফএইচএস