শিক্ষার্থীদের মার্কশিট না পেয়ে দুর্ভোগ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্নাতক শেষ করার এক বছর পার হলেও এখনো নম্বরপত্র (মার্কশিট) পাননি। ফলে তারা চাকরির আবেদন ও উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই অব্যবস্থাপনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
সোমবার (৭ জুলাই) সংগঠনের দপ্তর সম্পাদক মনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নম্বরপত্র না পাওয়ায় শিক্ষার্থীরা দারুণ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘সফটওয়্যার সমস্যার’ কথা বলে দেরি করছে। কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যাটি চলায় এটি স্পষ্টতই প্রশাসনিক ব্যর্থতা ও শিক্ষার্থীদের প্রতি অবহেলার নিদর্শন।
তারা বলেন, “যেখানে অন্যান্য কাগজপত্র অনলাইনে সরবরাহ করা সম্ভব হচ্ছে, সেখানে কেবল নম্বরপত্র দিতে এত দেরি অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। শিক্ষাজীবনের এমন গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে শিক্ষার্থীদের এভাবে হয়রানির শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক।
ছাত্র ইউনিয়ন নেতারা আরও বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন ছিনিমিনি খেলার অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। ‘সফটওয়্যার সমস্যা’ নাম দিয়ে দায় এড়িয়ে না গিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে শিক্ষার্থীরা যেন কোনো রকম হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।”
সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, দ্রুত সমস্যার সমাধান না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে নামবে তারা।
বিআলো/এফএইচএস