ফরিদপুরে ভুয়া ওষুধ ও স্কিন কেয়ার পণ্য প্রস্তুতকারী ল্যাব সিলগালা
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাসপুরে অবস্থিত ‘ডার্মা ল্যাব’ নামক একটি অবৈধ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মেডিসিন, স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য
জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ও সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল।
রবিবার (৬ জুলাই) রাতে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি নেতৃত্বে এ অভিযান পরিচালনাকালে
প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজ শিকদারকে (২৯) ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং ল্যাবটি সিলগালা করা হয়।
ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান , ফরিদপুর সেনা ক্যাম্পের গোয়েন্দা সূত্রের মাধ্যমে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, পশ্চিম খাবাসপুর এলাকায় একটি বসতবাড়ীকে ব্যবহার করে ‘ডার্মা ল্যাব’ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ওষুধ, বিউটি প্রোডাক্ট ও কসমেটিকস পণ্য উৎপাদন করে বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি ভুয়া ট্রেড লাইসেন্স, নকল ব্র্যান্ডিং এবং জাল ভাউচারের মাধ্যমে এসব পণ্য তৈরি ও বিতরণ করছিল।
তথ্য পাওয়ার পরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল, ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনার করা হয়।
তিনি আরও জানান,
ভ্রাম্যমাণ আদালতের কাছে উক্ত প্রতিষ্ঠানটির কোনও বৈধ লাইসেন্স দেখাতে পারেনি। দীর্ঘদিন ধরে নকল ওষুধ ও প্রসাধনী তৈরি করে তা বাজারে ছড়িয়ে দিচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রসাধনী তৈরির অভিযোগে ডার্মা ল্যাবকে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল হাসান শিপনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া ম্যানেজার মিরাজ শিকদারকে ঘটনাস্থলেই এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
বিআলো/এফএইচএস