দোয়ারীপাড়ায় মতবিনিময় সভা
জনগণের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি বিএনপি নেতা আমিনুল হকের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দোয়ারীপাড়াসহ দেশের প্রতিটি এলাকার মানুষের সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ।”
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় পল্লবীর দোয়ারীপাড়া ও আনবিক শক্তি এলাকার স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই। মাদকের বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
সভায় স্থানীয়রা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। শফিকুল ইসলাম মোল্লা দোয়ারীপাড়ার পানির সমস্যা সমাধানের আহ্বান জানান। দাধন শেখ ও ইসমাইল হোসেন একটি স্থায়ী বাজার স্থাপনের দাবি তোলেন।
রুমা বেগম নিজেকে দলীয় কর্মী পরিচয় দিয়ে সহযোগিতা চান। জুয়েল ইসলাম মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল এবং বাজার স্থাপনের দাবি করেন। দ্বীন মোহাম্মদ পুনর্বাসনের প্লট সঠিকভাবে বিতরণের দাবি জানান।
মো. মিলন পুলিশি হয়রানি বন্ধের আহ্বান জানান। মোস্তফা কামাল বৃষ্টির সময় জলাবদ্ধতা নিরসনের দাবি তোলেন। কামাল হোসেন ড্রেনেজ ব্যবস্থা ও ইস্টার্ন হাউজিং সংযোগ কালভার্ট নির্মাণের দাবি জানান।
জাহিদুল হক শুভ স্থানীয়ভাবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং খেলাধুলার জন্য মাঠের দাবি করেন।
সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন মোল্লা বলেন, “এলাকাবাসী আপনাকে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ।” তিনি পুনর্বাসনের প্লটসহ সব দাবির বিষয়ে আমিনুল হকের সহযোগিতা চান।
বিআলো/তুরাগ