ইরাকে সামরিক অভিযানে ৮ তুর্কি সেনা নিহত
dailybangla
07th Jul 2025 11:40 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: মিথেন গ্যাসের প্রভাবে তুরস্কের আটজন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকের একটি গুহায় অনুসন্ধান চলাকালীন মিথেন গ্যাসের সংস্পর্শে তাদের মৃত্যু হয়।
আজ সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (৬ জুলাই) নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সামরিক অভিযানে নিহত এক তুর্কি সেনার দেহাবশেষ খুঁজে বের করার অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই গুহাতে মিথেন গ্যাসের সংস্পর্শে আসা আরও ১১ জন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিআলো/শিলি