ফেনীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
আজমির মিশু, ফেনী: বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে ফেনীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ছয় উপজেলার স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ফেনী সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে তারা তিন ঘণ্টার কর্মবিরতিও পালন করেন।
কর্মসূচিতে অংশ নিয়ে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী খাদিজা ইয়াছমিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ৬ দফা দাবি জানিয়ে আসছি, কিন্তু এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তাই আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছি।
সহ-স্বাস্থ্য পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, আমি ২১ বছর ধরে চাকরি করছি। এই দীর্ঘ সময়ে পদোন্নতি পেলেও বেতন এক টাকাও বাড়েনি। আমরা বঞ্চিত হচ্ছি, বারবার আশ্বাস পেলেও বাস্তবায়ন নেই।
সদর উপজেলার সহকারী স্বাস্থ্য পরিদর্শক একরামুল হক মোল্লা বলেন, আমরা এখনও ১৬তম গ্রেডে রয়েছি। অথচ আমাদের নিয়োগবিধিতে স্নাতক সংযোজন করে ১৪তম গ্রেডে উন্নীত করা উচিত। পশুপাখিকে টিকা দিলেও টেকনিক্যাল পার্সন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু আমরা যারা মানুষের টিকাদানে কাজ করি, তাদের টেকনিক্যাল হ্যান্ড বলা হয়- এটা অমানবিক।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি আতিকুল ইসলাম বলেন, টিকা প্রদানের মতো গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কাজ করেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাই আমরা দাবি জানাচ্ছি, স্বাস্থ্য সহকারীদের গ্রেড উন্নীতকরণ, পদোন্নতির ধারাবাহিকতা নিশ্চিত, টাইম স্কেল ও উচ্চতর স্কেল সংযুক্তি, ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের স্নাতক সমমানের স্বীকৃতি এবং প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি। তিনি সরকারের প্রতি এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
স্বাস্থ্য সহকারীরা আরও জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা আসতে পারে।
বিআলো/এফএইচএস