যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন, ইউক্রেনের প্রতি রাশিয়ার তীব্র হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দেশটিকে অতিরিক্ত অস্ত্র সহায়তা পাঠাবে।
এই ঘোষণা এমন সময় এলো, যখন এর আগেই ওয়াশিংটন ইউক্রেনের জন্য নির্ধারিত কিছু অস্ত্র সহায়তা সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছিল, যা কিয়েভকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়।
আমরা আরও অস্ত্র পাঠাব-প্রধানত প্রতিরক্ষামূলক অস্ত্র, হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন ট্রাম্প।
তিনি বলেন, ওরা (ইউক্রেন) খুব বাজেভাবে আক্রান্ত হচ্ছে,” পাশাপাশি জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর “খুশি নন।
২০২২ সালে পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেন এবং ট্রাম্পের চাপ সত্ত্বেও যুদ্ধ বন্ধে তেমন কোনো ইচ্ছা দেখাননি।
রাশিয়া সোমবার দাবি করে, তারা ইউক্রেনের কেন্দ্রীয় দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের দাচনে নামক একটি গ্রাম দখল করেছে। এটি এক গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল, যা কয়েক মাস ধরে রুশ বাহিনীর লক্ষ্যবস্তু ছিল।
রাশিয়া আবারও ইউক্রেনজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষত সামরিক নিয়োগ কেন্দ্রগুলোতে। অন্যদিকে, কিয়েভ জানিয়েছে যে তারা মস্কো অঞ্চলের একটি রুশ গোলাবারুদ কারখানায় ড্রোন হামলা চালিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দনিপ্রোপেট্রোভস্কে একাধিক হামলা প্রতিহত করেছে, যার মধ্যে দাচনের আশপাশও রয়েছে।
এই অঞ্চলটি রাশিয়ার আনুষ্ঠানিকভাবে দাবি করা পাঁচটি দখলকৃত অঞ্চল — দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক, জাপোরিঝিয়া ও ক্রিমিয়া – এর মধ্যে পড়ে না।
ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক ওলেক্সি কপিটকো বলেন, দনিপ্রোপেট্রোভস্কে কিয়েভের পক্ষে পরিস্থিতি জটিল। রাশিয়া সম্ভবত ওই এলাকায় একটি “নিরাপত্তা বাফার জোন তৈরির চেষ্টা করছে।
তিনি জানান, আমাদের সেনারা এখনো স্থিরভাবে প্রতিরোধ করছে।
গত সপ্তাহে হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময় প্রতিশ্রুত কিছু অস্ত্র সহায়তা তারা স্থগিত করেছে। তবে কোন ধরনের অস্ত্র এতে অন্তর্ভুক্ত তা পরিষ্কার করা হয়নি।
ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনের জন্য কোনো নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেননি।
তিনি বরং যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার ওপর জোর দিচ্ছেন এবং এই বিষয়ে পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন। তবে পুতিন ইউক্রেনকে আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার শর্তে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছেন, যা কিয়েভের পক্ষে গ্রহণযোগ্য নয়।
ট্রাম্পের ঘোষণার আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জীবন রক্ষায় আকাশ প্রতিরক্ষা এখন সর্বোচ্চ অগ্রাধিকার, এবং তিনি আশা করেন, সহযোগীরা প্রতিশ্রুত সহায়তা যথাসময়ে সরবরাহ করবে।
এদিকে, মাইকোলাইভ শহরে সোমবার রাতভর ড্রোন হামলার শব্দ শোনা যায়। আঞ্চলিক গভর্নর ভিটালি কিম জানান, শেলের আঘাতে শহরতলিতে আগুন লাগে এবং এক ৫১ বছর বয়সী ব্যক্তি আহত হন।
সূত্র- এএফপি
বিআলো/এফএইচএস