ভোটের তারিখ এখনই নয়, নির্ধারিত সময়ে জানানো হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, ভোটের নির্ধারিত তারিখ সম্পর্কে এখন আর কোনো মন্তব্য করবেন না। তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারিত সময়ে প্রকাশ করবে এবং ভোটগ্রহণের তারিখ কমপক্ষে দুই মাস আগে জানিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ভোট কবে হবে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কোনটি, সব বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। আপনারা একটু ধৈর্য ধরুন।
সিইসি জানান, গত নির্বাচনে প্রশাসন ও পুলিশের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারের নির্বাচন সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি বলেন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের প্রতি আমার অনুরোধ—আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। প্রমাণ করুন, আমরা পারি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
তিনি আরও বলেন, আমরা যেমন ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে সফল হয়েছিলাম, এবারও ইনশাআল্লাহ তা পারবো।
সিইসি বলেন, আমাদের সমাজে ইতিবাচক সংবাদ কম গুরুত্ব পায়, কিন্তু নেতিবাচক কিছু হলে তা প্রচার হয় ব্যাপকভাবে। সাংবাদিকদের আমরা আমাদের সচেতনতামূলক প্রচার কার্যক্রমে অংশীদার হিসেবে দেখতে চাই। কারণ আপনারাই পারেন জনগণের মধ্যে সঠিক বার্তা পৌঁছে দিতে।
তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডি-এর সভাপতি কাজী জেবেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
বিআলো/এফএইচএস