ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত
অর্থনৈতিক ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন সভা ২০২৫ সম্প্রতি শাহীন গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সভার প্রধান অতিথি ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া সভায় সভাপতিত্ব করেন।
সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশন প্রধান মিজানুর রহমান, এফএসআইবি ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ইভিপি মোহাম্মদ রোকন উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান আহমেদ আশিক রাজী, প্রধান কার্যালয়ের পিএবিসিডি প্রধান মোঃ খায়রুল হাসান সিএসএএ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান মোহাম্মদ মুস্তাফা।
দিনব্যাপী এই সভায় চট্টগ্রাম অঞ্চলের ৩৬ জন শাখা ব্যবস্থাপক, ৩৬ জন ম্যানেজার অপারেশনস, ৩০ জন উপশাখা ইনচার্জসহ মোট ১৩৮ জন নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন।
সভায় চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের ব্যবসায়িক পারফরমেন্স পর্যালোচনা করা হয়। গ্রাহকসেবা মানোন্নয়ন, নতুন আমানত সংগ্রহ, খেলাপি বিনিয়োগ আদায়, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবসম্পদের দক্ষতা উন্নয়নে কার্যকর পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া গত ১০ মাসে সাড়ে ১০ লাখ নতুন হিসাব খোলা, ৩ হাজার ৮০০ কোটি টাকার আমানত সংগ্রহ এবং ৩ হাজার কোটি টাকার খেলাপি বিনিয়োগ আদায়ের অর্জন তুলে ধরা হয়। ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়।
বিআলো/তুরাগ