নবীনগরে রাস্তা দখল করে কবরস্থানে যাতায়াত বন্ধ, অভিযোগ আ: লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে
এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর গ্রামে একটি সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া নির্মাণ করায় গ্রামের সাধারণ মানুষের চলাচল ও কবরস্থানে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি ঘটে নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের পশ্চিমপাড়ায়। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের প্রত্যক্ষ সহযোগিতায় এ বেড়া নির্মাণ করা হয়েছে। ১ জুলাই (মঙ্গলবার) দুপুরে মো. বসু মিয়া নামের এক ব্যক্তি রাস্তার একটি অংশ নিজের জমি দাবি করে সেখানে বেড়া দেন, যার ফলে গ্রামের প্রধান যাতায়াতপথ এবং ঈদগাহ ও কবরস্থানে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান ভূঁইয়া নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বহু বছর ধরে ব্যবহৃত সরকারি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে।
অভিযোগে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন বসু মিয়া, এমরান হোসেন, সোহেল মিয়া, সুমন মিয়া, রফিকুল মিয়া ও লিটন মিয়া। এছাড়া স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়া বেড়া স্থাপনে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
গ্রামবাসী মো. বারেক মিয়া বলেন, দীর্ঘ এক যুগ আগে মরহুম মহন মেম্বার এই রাস্তাটি তৈরি করেছিলেন। হঠাৎ করে এটিকে বন্ধ করে দেওয়ার ঘটনা অত্যন্ত অমানবিক।
স্থানীয় ইউপি সদস্য সফর আলী বলেন, এই রাস্তা বহু পুরনো এবং এটি আমার বাবার সময় থেকেই আছে। রাজনৈতিক প্রভাবে এটি বন্ধ করে দেওয়া মেনে নেওয়া যায় না।
অন্যদিকে অভিযুক্ত বসু মিয়া তার জমিতে বেড়া দেওয়ার কথা স্বীকার করলেও দাবি করেন, আমি কারও চলাচলে বাধা দিইনি। যে জমির কথা বলা হচ্ছে সেটি আমার ব্যক্তিগত মালিকানাধীন।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, জনগণের চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করতে এবং রাস্তার পূর্বের অবস্থান ফিরিয়ে আনতে প্রশাসন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
বিআলো/এফএইচএস