ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে ঢুকে প্রাণনাশের চেষ্টা
সেতু আক্তার, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের আলিপুর মহল্লায় এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ হোসেনের বাসায় মধ্যরাতে হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় দুষ্কৃতিকারীরা বাসার বিভিন্ন রুমের মালামাল তছনছ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাউন্ডারি দেয়াল টপকে বাসার দ্বিতীয় তলায় উঠে আসে এবং চার থেকে পাঁচটি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, জাহিদ হোসেন ও তার ছেলে নির্দিষ্ট কক্ষে অবস্থান করছেন ভেবে সেখানে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু ভেতর থেকে দরজাগুলো তালাবদ্ধ থাকায় তারা প্রবেশে ব্যর্থ হয়।
এস.এম. জাহিদ হোসেন জানান, আমি ও আমার ছেলে নিরাপদে রুমে ছিলাম। দুর্বৃত্তরা আমাদের ঘরে প্রবেশ করতে না পেরে রুমের দরজায় জোরপূর্বক লাথি ও ধাক্কা দেয়। দরজার সামনে একটি কাঁচি কাটার পড়ে ছিল, যা দিয়ে তালা কাটার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে। ভোরের আজানের সময় আশপাশে মুসল্লিদের চলাচল শুরু হলে তারা পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পরে ফরিদপুর কোতোয়ালি থানাকে জানানো হলে এসআই আলমগীরের নেতৃত্বে একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।
এনসিপির ফরিদপুরের অপর যুগ্ম সমন্বয়ক মো. বায়েজিদ হোসেন সাহেদ বলেন, এটি নিছক ডাকাতির ঘটনা নয়, এটি পরিকল্পিত হামলা হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি, তদন্ত করে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দ নিলিমা দোলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসায় ঢুকে মালপত্র এলোমেলো করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা এবং রাজনৈতিক সহকর্মীরা দাবি করছেন, এই ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে।
বিআলো/এফএইচএস