গলাচিপায় টানা বৃষ্টিতে আমনের বীজতলা ডুবে বিপাকে কৃষকরা
মোঃ ফরহাদ হোসেন বাবু ,গলাচিপা: টানা ভারী বর্ষণে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আমন ধানের বীজতলা ডুবে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এতে আসন্ন আমন মৌসুমে ধান উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।
চাষিরা জানান, আষাঢ় মাসের শুরুতে বীজতলা প্রস্তুত করা হলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে অতি বৃষ্টিতে অধিকাংশ বীজতলা তলিয়ে গেছে। এতে অনেক জায়গায় বীজ পঁচে নষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষকরা আরও অভিযোগ করেন, অনেক খাল ও জলাধারে অবৈধভাবে মাছ চাষের জন্য বাঁধ দেওয়া হয়েছে, যার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে করে জমিতে পানি জমে দীর্ঘসময় থাকায় বীজতলা ধ্বংস হয়ে যাচ্ছে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও ৪৪-৮৮ মি.মি. বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গলাচিপা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে স্লুইসগেট ও কালভার্টগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানানো হয়।
এছাড়া, উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সতর্ক করে বলা হয়েছে, বর্তমানে নতুন করে বীজ ধান ভিজানো বা বীজতলা তৈরির কাজে না লাগতে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কৃষিকাজ শুরু করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
বিআলো/এফএইচএস