কয়রায় জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসে খাবার বিতরণ
মুশফিকুর রহমান, খুলনা: গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনার কয়রা উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে কয়রা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও খাবার বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর ইউনিয়ন আমীর মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, গত বছরের এই দিনে দেশের তরুণ, যুবক, কৃষক, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন। অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। তাদের স্মরণে আমরা আজকের এই দোয়া ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছি।
তিনি জানান, কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে শত শত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস