গাজায় ৫ ইসরায়েলি সেনা নিহত, হামাসের পিছু হটার কোনো লক্ষণ নেই
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত হানউনে সোমবার রাতে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
আইডিএফ-এর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ওই সময় সেনারা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন এবং কোনো সাঁজোয়া যান বা গাড়ির মধ্যে ছিলেন না। হামাসের যোদ্ধারা দূর থেকে নিয়ন্ত্রিত তিনটি বোমা পরপর বিস্ফোরণ ঘটায়।
প্রথম দুটি বিস্ফোরণ হয় খুব অল্প সময়ের ব্যবধানে। প্রথম বিস্ফোরণে আহত সেনাদের উদ্ধার করতে এগিয়ে আসা দলের ওপর দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
এই হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির হার নতুন এক রেকর্ড ছুঁয়েছে। গত তিন সপ্তাহে খান ইউনিস ও শুজাইয়া এলাকায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের বিশেষ বাহিনীগুলোর একাধিক পরিকল্পিত ও সুনির্দিষ্ট হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষতি ক্রমেই বেড়ে চলেছে।
সম্প্রতি আলোচিত হামলাগুলোর মধ্যে রয়েছে খান ইউনিসে একটি সাঁজোয়া যান লক্ষ্য করে চালানো বোমা হামলা, যেখানে যানটি পুড়ে যায় এবং ভেতরের সেনারা প্রাণ হারায়।
অন্যদিকে শুজাইয়ার আল-হুদা স্কয়ার এলাকায় কয়েকদিন আগে পরিচালিত একটি দীর্ঘ ও সাহসী অভিযান নতুন মাত্রা যোগ করেছে, যা পূর্বে দেখা যায়নি।
বিশ্লেষকদের মতে, এসব ঘটনা হামাসসহ ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর কৌশলগত উন্নয়ন, স্থলযুদ্ধে দক্ষতা এবং একাধিক ফ্রন্টে সমন্বিত আক্রমণ পরিচালনার সক্ষমতার ইঙ্গিত দেয়। ফলে গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলের জন্য আরও জটিল ও বিপদসংকুল হয়ে উঠছে।
বিআলো/তুরাগ