ইবিতে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে স্মৃতিস্মারক প্রকাশ, শিক্ষার্থীদের লেখা আহ্বান
এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি স্মৃতিস্মারক প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মারকটিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাঁদের কাছ থেকে লেখা আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি ও স্মৃতিস্মারক সম্পাদনা পর্ষদের সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লব ২০২৪-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ, কুষ্টিয়ার উদ্যোগে একটি স্মৃতিস্মারক প্রকাশিত হবে ইনশা আল্লাহ। এই স্মারককে আরও সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের স্মৃতিকথা, অভিজ্ঞতা ও অনুভূতির লেখা আহ্বান করা হচ্ছে। আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে লেখা জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
লেখা জমা দেওয়ার মাধ্যম: WhatsApp: 01718-374113, 01759-985550, Email: drkamrulhasan014@gmail.com
এ বিষয়ে অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, শহীদদের স্মরণে এবং জুলাই বিপ্লবের ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এই স্মৃতিকথা প্রকাশ করা হচ্ছে। লেখাগুলোর সঙ্গে শিক্ষার্থীদের ছবি যুক্ত করে তা প্রকাশ করা হবে। আশা করি এই উদ্যোগ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থেকে যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশাপাশি সক্রিয় ছাত্রসংগঠনগুলোকেও লেখা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিআলো/এফএইচএস