মাদারীপুরের ডাসারে বরিশাল খাল ও সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর: মাদারীপুরের ডাসার উপজেলায় সড়ক ও খাল দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমান্দি বাজার থেকে পাথুরিয়ারপাড় বাজার পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন। অভিযানে ব্যবহার করা হয় এস্কেভেটর মেশিন, উপস্থিত ছিলো পুলিশ ও প্রশাসনের সদস্যরাও।
প্রশাসন সূত্রে জানা যায়, বরিশাল খাল ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা অবৈধভাবে পাকা ও টিনশেড দোকানঘর নির্মাণ করে দখলে রেখেছিলেন। এসব স্থাপনা সরিয়ে নিতে পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হলেও তারা তা মানেননি। পরে চলতি বছরের ৬ এপ্রিল প্রথম দফায় এক অভিযান চালিয়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে কিছু স্থাপনা রয়ে যাওয়ায় বুধবার দ্বিতীয় দফার অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে ইউএনও সাইফ-উল-আরেফিন বলেন, বরিশাল খালের ওপর অবৈধভাবে গড়ে উঠা শত শত স্থাপনা প্রথম ধাপে আংশিকভাবে উচ্ছেদ করা হয়েছিল। বাকি স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হলেও তারা তা করেনি। তাই আজকের অভিযানে সেসব স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দখলের কারণে এলাকাটি জলাবদ্ধতা ও যানজট সমস্যায় ভুগছিল। প্রশাসনের এ উদ্যোগে স্বস্তি ফিরেছে।
বিআলো/এফএইচএস