কচুয়ায় গৃহবধূ শাহনাজ বেগম হত্যার ১৪ বছর পর বিজ্ঞ আদালতে মামলা
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে গৃহবধূ শাহনাজ বেগম হত্যার ঘটনায় ১৪ বছর পর ন্যায় বিচার চেয়ে বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন শাহনাজ বেগমের ভাই, দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মো. শাহ আলমের পুত্র মোহাম্মদ মনির। মামলা নং: সি.আর ৪৬১/২০২৫। মামলার আসামি হিসেবে কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের নাসির উদ্দিন মিয়াজী (৩৭), তার ভাই আলাউদ্দিন মিয়াজী (৪০) এবং তাদের মা আয়েশা বেগম (৬০)কে করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে শাহনাজ বেগমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মনজিল হোসেনের সাথে। তাদের দুই কন্যা সন্তান নাজনীন (২৪) ও ইয়াছমিন (২১) আছে। মনজিল তখন সৌদি আরবে কর্মরত ছিলেন। এ সময়ে নাসির উদ্দিন মিয়াজী শাহনাজের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ার চেষ্টা করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর থেকে নাসির উদ্দিন মিয়াজী বেপরোয়া আচরণ শুরু করেন।
২০১১ সালের ২৩ সেপ্টেম্বর রাতে নাসির উদ্দিন মিয়াজী মনজিল হোসেনকে ধান চিড়ানো রাইস মিলে নিয়ে গিয়ে জ্ঞানশক্তি নাশক ঔষধ খাইয়ে জ্ঞান হারানোর পর শাহনাজ বেগমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার ভাই ও মা উপস্থিত থেকে শাহনাজকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেন। তারা হত্যা ঘটনাটি অপমৃত্যু বলে প্রচার চালায়।
পরবর্তীতে নাসির উদ্দিন মিয়াজী ও তার পরিবার মামলা থেকে পলাতক থাকলেও, তারা মনজিল মিয়াজীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন এবং তার সম্পত্তি হাতিয়ে নিয়ে তাকে এলাকায় থেকে বিতাড়িত করেন। পরে মামলার প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে মনজিল হোসেনের ওপর কোনো অভিযোগ সঠিক নয়।
মামলার বাদী মোহাম্মদ মনির বলেন, আমার বোনকে নাসির উদ্দিন মিয়াজী শ্বাসরোধ করে হত্যা করে অপমৃত্যু বলে ভুল তথ্য প্রচার করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আশা করছি ন্যায় বিচার পাবো।
বিআলো/এফএইচএস