ত্রয়োদশ সংসদ নির্বাচন: অগ্রগতি জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
dailybangla
09th Jul 2025 8:16 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান প্রস্তুতির অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং।
বুধবার (৯ জুলাই) রাত ৮টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন শুরু হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি, প্রশাসনিক পদক্ষেপ, নির্বাচন কমিশনের সঙ্গে চলমান সমন্বয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও কূটনৈতিক প্রতিনিধিরা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি অব্যাহত রয়েছে।
বিআলো/এফএইচএস