• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নদীর পানি কমছে না, ভারী বৃষ্টির আশঙ্কা আরও একদিন 

     dailybangla 
    09th Jul 2025 8:33 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতে প্লাবিত হয়ে পড়েছে ফেনী জেলা শহরের অধিকাংশ এলাকা। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহরের সড়কগুলো জলমগ্ন হয়ে পড়েছে। একই সঙ্গে পাহাড়ি ঢল নেমে আসায় মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চল।

    পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মুহুরী ও সিলোনিয়া নদীর পানি আরও ২৪ ঘণ্টা বিপদসীমার ওপরে থাকতে পারে। ফলে ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতিও স্থিতিশীল থাকলেও স্বস্তির কোনও ইঙ্গিত নেই।

    সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া পরবর্তী দুদিনও মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    চট্টগ্রামের হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে।

    এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনী, সাঙ্গু ও গোমতী নদীগুলোর পানি বাড়ছে। তবে মাতামুহুরী নদীর পানি কিছুটা কমছে। আগামী একদিন গোমতীর পানি বাড়তে পারে, এরপর সাঙ্গু ও মাতামুহুরীর পানির প্রবণতা হ্রাস পেতে পারে।

    সিলেট অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় এ প্রবণতা অব্যাহত থাকতে পারে, যদিও পরবর্তী দুইদিন নদীগুলোর পানি স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে।

    ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী দুইদিন তা বাড়তে পারে। তবে তা বিপদসীমার নিচেই থাকবে। গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়ছে এবং আগামী পাঁচদিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

    সুরমা নদীর পানি কমছে এবং কুশিয়ারার পানি স্থিতিশীল আছে। এই দুটি নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী তিনদিন এ অবস্থা বজায় থাকতে পারে।

    সমগ্র দেশজুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস থাকায় নদ-নদীর পানিপ্রবাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930