জামালপুরে মৎস্যজীবী দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মো. রাকিব হাসান, জামালপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে শহরের পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ সম্মেলন হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি।”
সম্মেলনের উদ্বোধন করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম। প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার প্রমুখ।
সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে ১৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সাইদুর রহমানকে সভাপতি এবং জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করা হয়। সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
প্রায় পাঁচ বছর পর জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের এ সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে সদর উপজেলার মৎস্যজীবী দলের সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ