সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক ৩
এস এম আলমগীর চাঁদ, পাবনা: পাবনার সুজানগর উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে সুজানগর পৌরসভার হল রোড এলাকায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখ ওরফে রব শেখের ছেলে কাওছারের সঙ্গে একই উপজেলার লেবু খা গ্রুপের জুনিয়র নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ আরও বাড়তে থাকলে উত্তেজনা প্রশমনের জন্য উভয়পক্ষ আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার দুপুরে হল রোডের একটি স্থানে দুইপক্ষের নেতারা বৈঠকে মিলিত হলেও আলোচনা শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকের সময় এক ব্যক্তি উস্কানিমূলক মন্তব্য করলে মুহূর্তেই বাগ্বিতণ্ডা শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে গুলাগুলি ও ধারালো অস্ত্রের ব্যবহার হয়। এতে আব্দুর রউফ শেখ, আলহাজ ও সুজনসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত আব্দুর রউফ শেখ ও আলহাজকে ঢাকায় এবং সুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নিরাপত্তার অভাবে ছুটোছুটি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পরপরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তদের শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
এ ঘটনায় এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বিআলো/তুরাগ