কারওয়ান বাজার ও ফার্মগেটে জামায়াতের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
জাতীয় সমাবেশ সফল করতে ইউনিট পর্যায়ে কর্মসূচি জোরদার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেটে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জাতীয় সমাবেশের দিন রাজধানীর প্রতিটি প্রান্তে জনস্রোত তৈরি করতে জামায়াতের প্রতিটি কর্মীকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, জামায়াত ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমে বাংলাদেশ একটি বৈষম্যহীন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, মানবিক সমাজে রূপ নেবে ইনশাআল্লাহ। যেখানে জনপ্রতিনিধিরা শাসক নয়, বরং জনগণের খাদেম হিসেবে কাজ করবে। সেই লক্ষ্যে জামায়াত দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল ও এস এম মনির আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল কারওয়ান বাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেট গোল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ ১৯ জুলাইয়ের সমাবেশে রাজধানীবাসীসহ দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।
বিআলো/এফএইচএস