বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ইমন হাওলাদার নামে এক যুবক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন জানান, দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রা উপলক্ষে চিত্র প্রদর্শনী চলছিল। এ সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি রমনা থানা পুলিশকে জানানো হয়েছে।
ঘটনার সময় ইমন হাওলাদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক। তার আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, এর আগেও এনসিপি কার্যালয় ও আশপাশের এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ ৩ জুলাই শাহবাগ মোড়ে প্রদর্শনীর সময় দুটি ককটেল বিস্ফোরিত হয়। তার আগের দিনও প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণ ঘটে।
বিআলো/এফএইচএস







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
