খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
                             dailybangla 
                            
                    
                                10th Jul 2025 2:37 am  |  অনলাইন সংস্করণ
                            
                            
                        নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চেঙ্গী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বোয়াট্টাপাড়ায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে মহালছড়ি থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত কিশোরের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর হবে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, মরদেহটি এতটাই বিকৃত ছিল যে দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। নিহতের পরনে শার্ট ও প্যান্ট ছিল।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
বিআলো/এফএইচএস







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
