অবশেষে সালমান কি বিয়ের ইঙ্গিত দিলেন!
বিনোদন ডেস্ক: বয়স ৫৯ তো কী হয়েছে। এই বয়সে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান; তা-ও আবার সামাজিক মাধ্যমে। একদিন তিনিও শ্রেষ্ঠ স্বামী ও সেরা বাবা হবেন বলে রীতিমতো ঘোষণা দিয়ে জানান ভাইজান।
অথচ মাসখানেক আগে কপিল শর্মার কমেডি শোর নতুন পর্বে এসে সালমান খান দাবি করেছিলেন, এখন সামান্য কারণে বিয়ে ভেঙে যাচ্ছে। ফলে ধুমধাম করে বিয়ে করবেন, আবার বিচ্ছেদের পর মোটা টাকা ক্ষতিপূরণও দেবেন— এত ঝক্কি তিনি বইতে পারবেন না।
আজ বুধবার (৯ জুলাই) সালমান খানের ভগ্নিপতি পরিচালক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। শুভেচ্ছা জানাতে বোন অলভিরা খানের কাঁধে মাথা রেখে অতুল নিশ্চিন্তে ঘুমোচ্ছেন—এমন একটি ছবি বেছে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ভাইজান।
বিবরণীতে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রসিকতা করেছেন, শুভ জন্মদিন অতুল। আমার ‘বিল’ মানে (ব্রাদার-ইন-ল) ভগ্নিপতি। আমার বোনকে যত্নে রেখেছ। তার জন্য ধন্যবাদ। আমিও তোমায় ভালোবাসি। তুমি শ্রেষ্ঠ স্বামী, সেরা বাবা। এরপরেই সেই সাড়া ফেলে দেওয়া বার্তা দিয়েছেন সালমান খান— একদিন আমিও তোমার মতোই যথার্থ পুরুষ হয়ে উঠব।
ব্যস! এই একটি কথা আরব সাগরের পানির ঢেউ তোলার পক্ষে যথেষ্ট। সালমান বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন— এ বার্তা প্রকাশ্যে আসতেই কোমর বেঁধেছে বলিউড। যেন অভিনেতার পছন্দের পাত্রী খুঁজে এনে চার হাত এক করতে পারলেই বাজিমাত।
বিআলো/শিলি