• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষায় দুর্দান্ত সাফল্য: ৮৮.৬৩% শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫  

     dailybangla 
    10th Jul 2025 5:00 pm  |  অনলাইন সংস্করণ

    সীমা আক্তার: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা দেখিয়েছে নজিরবিহীন সাফল্য। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলেজের মোট ৮২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৬৩ শতাংশ।

    বিশদ ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭১১ জন পেয়েছে জিপিএ-৫। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ প্রাপ্তির হার ৯১ দশমিক ৭৪ শতাংশ।

    অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় বসে ৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী অর্জন করেছে জিপিএ-৫, যা ৪২ দশমিক ৩১ শতাংশ হার নির্দেশ করে।

    কলেজের সামগ্রিক পাশের হারও অত্যন্ত উজ্জ্বল, যা দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৮ শতাংশে।

    রাজউক উত্তরা মডেল কলেজের এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষাব্যবস্থার ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এমন ফলাফল প্রমাণ করে যে লক্ষ্য ঠিক থাকলে এবং অধ্যবসায় থাকলে সাফল্য নিশ্চিত করা সম্ভব।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930