সাবেক স্ত্রীর বিরুদ্ধে ফ্ল্যাট দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: সাবেক স্ত্রী ও কথিত বিএনপি নেত্রী আমিনা খান কর্তৃক ফ্ল্যাট দখল, ভয়-ভীতি, হুমকি ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ এনে ক্যাপিটাল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন খান সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি ও তার পরিবারের সদস্যরা বলেন, আমার সাবেক স্ত্রী জেবা আমিনা আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। সম্প্রতি তিনি সন্ত্রাসী মব দিয়ে বারিধারায় আমার ফ্ল্যাট দখলের চেষ্টা করেছেন।
তিনি জানান, গত ২৭ জুন ঈদের ছুটিতে পরিবারসহ বিদেশে অবস্থানকালে জেবা আমিনার নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল বারিধারার ২, ইউ.এন. রোডের ২০১ ও ৪০১ নম্বর ফ্ল্যাটে হামলা চালিয়ে নিরাপত্তাকর্মী ও গৃহকর্মীদের মারধর, সিসি ক্যামেরা ভাঙচুর ও তালা ভেঙে প্রবেশ করে। অভিযুক্তরা ফ্ল্যাট থেকে হীরার অলংকার, স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, রোলেক্স ও ওমেগা ঘড়ি লুট করে প্রায় ৭৭ লাখ টাকার সম্পদ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
মোবারক হোসেন খান আরও বলেন, আমার মেয়ে মাহিরা হোসেন খান আদালতে মামলা দায়ের করলে আদালত তা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, বাসার নিচে অজ্ঞাত ব্যক্তিরা অবস্থান করছে।
তিনি দাবি করেন, জেবা আমিনা বিএনপির মহিলা দলের সহ-সভাপতি পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব দেখাচ্ছেন, অথচ বাস্তবে এসব অপতৎপরতার সাথে দলের মূল নেতৃত্বের কোনো সম্পর্ক নেই।
মোবারক হোসেন খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান, আমরা চাই, তারা বিষয়টি তদন্ত করে দেখুন এবং দলের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
তিনি আরও বলেন, বিচ্ছেদের ৮ বছর পরেও এমন আক্রমণ শুধু ব্যক্তি নয়, এটি একটি আইনি ও মানবিক সংকট। ইতিমধ্যে আমরা আদালতে অবমাননার মামলাও দায়ের করেছি।
বিআলো/এফএইচএস