দাখিল পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়ে উত্তীর্ণ মাইমুনা আক্তার মারিয়া
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস (জিপিএ-৫) অর্জন করেছে মাইমুনা আক্তার মারিয়া।
তিনি ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মহিলা শাখা (বিজ্ঞান বিভাগ) থেকে পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন। তার এই কৃতিত্বে খুশি মা-বাবা, স্বজন, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
মাইমুনা আক্তার মারিয়া বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক (ডেমরা থানা শাখা) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৮ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্টার মাওলানা মো. মফিজুল ইসলামের মেয়ে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মাইমুনা বলেন, “আমি মানবিক ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চাই। সবার সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ডাক্তার হবো। সবাই আমার জন্য দোয়া করবেন।”
বিআলো/তুরাগ