• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খানপুর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ, মানসম্মত চিকিৎসা সেবার আহ্বান জেলা প্রশাসকের 

     dailybangla 
    12th Jul 2025 6:07 pm  |  অনলাইন সংস্করণ

    মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য কিট সরবরাহ করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হলে ঘরের আশপাশের জমে থাকা পানি অপসারণ করতে হবে, মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার ও শরীর ঢেকে রাখা পোশাক পরতে হবে। তিনি আরও বলেন, “ডেঙ্গু বিষয়ে সচেতনতা বাড়ানো এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।”

    সরকারি হাসপাতালে সাধারণত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা চিকিৎসা নেন উল্লেখ করে তিনি বলেন, “সরকারি হাসপাতালে বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সুবিধা পাওয়া যায়, যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য বড় সুবিধা। চিকিৎসকদের দায়িত্ব রোগীদের মানসম্মত সেবা দেওয়া।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আবুল বাশার, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, প্রধান সহকারী রেজাউল হোসেন, সহকারী মৌমিতা মল্লিকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।

    অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক খানপুর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতাল চত্বরে নারকেল গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসক জানান, বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031