মিডফোর্ডে নৃশংস খুন: সোহাগ হত্যা মামলায় পাঁচজন গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের একজনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
গত ৯ জুলাই ২০২৫, বুধবার বিকেল আনুমানিক ৬টা নাগাদ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল লোক নৃশংসভাবে হামলা চালিয়ে হত্যা করে লাল চান ওরফে সোহাগ (৩৯)-কে। কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের বড় বোন পরদিন (১০ জুলাই) কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

১১ জুলাই, পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুইজন এজাহারভুক্ত আসামি -মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২) – কে গ্রেফতার করে। এ সময় রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এর আগে, র্যাব অভিযানে আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামক আরও দুইজনকে গ্রেফতার করে।
১২ জুলাই শনিবার রাত আনুমানিক ১২:৩০ মিনিটে কোতোয়ালি থানা পুলিশ এজাহারভুক্ত আরেক আসামি মো. টিটন গাজী (৩২)-কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ উৎঘাটন এবং সম্পৃক্ত অন্যান্যদের গ্রেফতারে একটি চৌকস তদন্ত টিম গঠন করা হয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, এবং ঘটনাটি নিয়ে পুলিশ উচ্চ সতর্কতা ও সক্রিয়তায় রয়েছে।
বিআলো/এফএইচএস