• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরশুরামে বন্যার্তদের পাশে কোস্ট গার্ড 

     dailybangla 
    13th Jul 2025 3:44 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলার পরশুরামসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের ফলে সৃষ্ট বন্যায় অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    রোববার (১৩ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

    তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল, নদীতীরবর্তী ও বন্যাকবলিত অঞ্চলে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও পূর্ব জোনের ব্যবস্থাপনায় ফেনী জেলার পরশুরাম উপজেলার সাতকুচিয়া, দক্ষিণ বেড়াবাড়িয়া, শৈলিয়া, সাহেবনগর ও চিতলিয়া এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

    কোস্ট গার্ড জানায়, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলার নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সহস্রাধিক পরিবার বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। অনেক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

    লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930