• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    জবিতে দুই শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ 

     dailybangla 
    13th Jul 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ

    আবুবকর সম্পদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

    রোববার (১৩ জুলাই) দুপুরে শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

    সমাবেশে শিক্ষার্থীরা যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও, ছাত্রদলের কালো হাত গুঁড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, অছাত্রদের ক্যাম্পাস ছাড় ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলেন।

    শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শিক্ষকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা শিক্ষা-পরিবেশের জন্য চরম হুমকি। একটি বিভাগের নিরীহ শিক্ষার্থীকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হামলা চালানো যেমন অনভিপ্রেত, তেমনি একজন শিক্ষককেও গালিগালাজ ও হামলার শিকার হতে হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

    সমাবেশে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান বলেন, ম্যানেজমেন্ট বিভাগের কয়েকজন শিক্ষার্থী যারা আগে ছাত্রদলে যুক্ত ছিলেন, তাদের ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে হামলার শিকার হতে হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম শিক্ষার্থীকে রক্ষা করতে গিয়ে তারাও হামলার শিকার হয়েছেন।

    তিনি আরও বলেন, যেখানে প্রশাসনের দায়িত্বে থাকা শিক্ষকরাই নিরাপদ নন, সেখানে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে? অথচ এখনও প্রশাসন থেকে কোনো নিন্দা বা পদক্ষেপ দেখা যায়নি। শিক্ষক সমিতির পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের উপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। ওই সময় শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে গেলে ছাত্রকল্যাণ পরিচালক ও সহকারী প্রক্টরকেও হেনস্তা করা হয়। এ সময় শাখা বাগছাসের সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম-আহ্বায়ক ফারুককেও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে মারধর করা হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930