পুলিশের এসআই সেজে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
রাজশাহী প্রতিনিধি: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী ওই প্রতারকের নাম রাজিউর রহমান (৪০)।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৩ জুলাই) র্যাব-৫ এর মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, রাজিউর রহমান দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি সেনাবাহিনী, পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

সর্বশেষ, সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছ থেকে ১২ লাখ টাকার চুক্তিতে ৬ লাখ টাকা, এসএসসি সনদ, দুটি স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক ও গুরুত্বপূর্ণ কাগজপত্র কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করেন রাজিউর। পরবর্তীতে চাকরির প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লে ভুক্তভোগী তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি রাজশাহীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিউর স্বীকার করেছেন, এর আগেও তিনি একই কৌশলে বহু মানুষকে প্রতারিত করেছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং তিনি আগেও একাধিকবার কারাবরণ করেছেন।
গ্রেপ্তারকৃত রাজিউরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআলো/এফএইচএস