রিয়াদে চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে “তারেক রহমানের ৩১ দফা ও প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির প্রবীণ নেতা ফখরুল ইসলাম বিলাস। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও রিয়াদ মহানগর বিএনপির সভাপতি বশির সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর বিএনপি, সৌদি আরব শাখার সভাপতি মো. হারুনুর রশিদ।
বক্তারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে আগামী নির্বাচনে প্রবাসী ভোট বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে দিতে আহ্বান জানান। তারা বলেন, “প্রবাসীদের প্রথম ভোট হোক ধানের শীষের পক্ষে”—এই শ্লোগানে মুখর ছিল পুরো মিলনমেলা।
বক্তৃতায় মো. হারুনুর রশিদ অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে একটি চক্র গভীর চক্রান্তে লিপ্ত। ইসলামি আবেগকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আলহাজ্ব মেসবাউর রহমান চৌধুরী অতীতে হকার্স লীগের সভাপতি ছিলেন এবং ধর্মীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
তিনি আরও দাবি করেন, “চরমোনাই পীর ও তাঁর অনুসারীরা বিগত ১৬ বছর ধরে আওয়ামী সরকারের ছায়াতলে থেকে বিভিন্ন সুবিধা নিয়েছেন। তাঁরা এই সরকারের শেয়ার হোল্ডার হিসেবে কাজ করছেন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে এইসব ‘সৈরাচারের শেয়ার হোল্ডারদের’ বিচারের আওতায় আনা হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা জবাবদিহিমূলক সরকার গঠনের অঙ্গীকার করছি।”
সভায় সৌদি আরবে অবস্থানরত চাঁদপুর জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন এবং দলের ভবিষ্যৎ আন্দোলন ও প্রবাসে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বিআলো/তুরাগ