মাগুরায় বাস-ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, শিশুসহ আহত অন্তত ১১
এস এম শিমুল রানা, মাগুরা প্রতিনিধি: মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী রামনগর পার্কিং এলাকায় ভয়াবহ বাস-ভ্যান সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই জন, আহত হয়েছেন শিশুসহ অন্তত ১১ জন। নিহতদের মধ্যে রয়েছেন ব্যাটারিচালিত ভ্যানচালক সাগর মোল্যা (২৫) ও রিসনা খাতুন (২৫)। নিহত রিসনার ১১ মাসের শিশুসন্তান গুরুতর আহত অবস্থায় বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে রামনগর পার্কিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক সাগর মোল্যা, যিনি সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরীচরণপুর গ্রামের আওয়াল মোল্যার ছেলে। অপরদিকে রিসনা খাতুনও ঘটনাস্থলে প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তাদের উদ্ধার করে মাগুরা ও ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, আলমখালী রামনগর এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁরা দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত গতিরোধক, সতর্কসংকেতসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রাণহানির এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিআলো/তুরাগ