ছাগলনাইয়ায় কালভার্টের মুখে মুরগির খামার: পানি নিষ্কাশন বন্ধ, চরম জলাবদ্ধতা
ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ব্রিজ-কালভার্টের মুখে মুরগির খামার নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই ডুবে যাচ্ছে রাস্তা, বাড়ি ও ফসলি জমি।
স্থানীয়দের অভিযোগ, গ্রামটির বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন ফটিক সরকারি খালের জায়গা দখল করে কালভার্টের মুখে দুটি ফার্ম ঘর নির্মাণ করেছেন। ফলে পানি চলাচলের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য, কালভার্টটি মূলত সরকারি খাসজমিতে রাস্তার মুখে ছিল। পরে প্রভাব খাটিয়ে সেটি সরিয়ে নেওয়া হয়েছে এবং সেই জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে মুরগির খামার।
শনিবার সরেজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তারা বলেন, এ অবস্থায় বৃষ্টি হলেই গ্রামজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়।
লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মো. মনির আহাম্মদ বলেন, “ব্রিজ-কালভার্টের মুখে ফার্ম ঘর হওয়ায় পানি নামতে পারছে না। অল্প বৃষ্টিতেই রাস্তা-ঘাট ও ফসলি জমি ডুবে যায়। ২৪ আগস্টের বন্যায় আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন করে আবার বন্যা আসলে নিঃস্ব হয়ে যাব।”
আলম স্টোরের স্বত্বাধিকারী নুরুল আলম বলেন, “পানি সরে যাওয়ার মূল মুখ বন্ধ করে ফার্ম ঘর তোলা হয়েছে। এতে জলাবদ্ধতা ভয়াবহ আকার নিয়েছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও খালের বাধা অপসারণ দরকার।”
অভিযোগের বিষয়ে মোহাম্মদ নুরুল আমিন ফটিক বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। খাল সংস্কার না করায় জলাবদ্ধতা হয়েছে।”
এদিকে স্থানীয়রা জানান, এলাকা দরিদ্রপ্রধান। বেশির ভাগ মানুষের নিজস্ব অর্থে ড্রেন বা সেচব্যবস্থা নির্মাণের সামর্থ্য নেই। ফলে সরকারি উদ্যোগেই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
জলাবদ্ধতা নিরসনে দ্রুত খাল সংস্কার, ব্রিজ-কালভার্টের মুখ থেকে অবৈধ স্থাপনা অপসারণ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
বিআলো/তুরাগ