জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মো. রাকিব হাসান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য এবং দলটির বিরুদ্ধে দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক মো. সজীব খান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহছানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ