• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    “আলী” সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার: ‘সাজু মামা’ চরিত্রে শওকত সজল 

     dailybangla 
    14th Jul 2025 9:17 am  |  অনলাইন সংস্করণ

    নিঃশব্দ ভালোবাসার গল্প শুক্রবার প্রেক্ষাগৃহে

    বিনোদন ডেস্ক: বিপ্লব হায়দার পরিচালিত চলচ্চিত্র ‘আলী’ আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি বাকপ্রতিবন্ধী এক তরুণের সংগ্রাম, ভালোবাসা এবং নীরব জীবনের গভীর ব্যথা ও মানবিকতার অনন্য কাব্য হয়ে উঠতে চায়।

    ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘সাজু মামা’ হিসেবে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শওকত সজল। সিনেমায় তিনি এমন একজন আত্মীয় যিনি নিজের মুখে কিছু বলেন না, কিন্তু ছায়ার মতো ভালোবাসা আর স্নেহ দিয়ে আলীকে আগলে রাখেন।

    শওকত সজল বলেন, “সাজু মামা এমন এক চরিত্র, যাকে বুঝতে হলে হৃদয় দিয়ে দেখতে হয়। তিনি বলেন না, বোঝান; তিনি দেখান না, অনুভব করান। এমন চরিত্র আজকের সমাজে দুর্লভ।”

    পরিচালক বিপ্লব হায়দার জানান, “আলী কোনো একক চরিত্রের গল্প নয়। এটি আমাদের চারপাশের সেইসব নিঃশব্দ প্রতিবাদীর গল্প যারা বঞ্চিত, অথচ সংগ্রামী। সাজু মামা সেইসব মানুষের প্রতীক যারা পরিবারের জন্য নিজের সব নিঃশব্দে উৎসর্গ করেন।”

    ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ। তিনি এক বাকপ্রতিবন্ধী তরুণ ‘আলী’ চরিত্রে সংযত ও আবেগঘন অভিনয় করেছেন। আলীর জীবনের একমাত্র আশ্রয়, নির্ভরতার আলো তাঁর ছোট বোন রোশনি। এ চরিত্রে অভিনয় করেছেন নবাগত মেরিদ্দা মেহজাবিন (অর্পা)। ভাই-বোনের সম্পর্ক সিনেমার কাহিনিকে দিয়েছে বিশেষ আবেগ ও মানবিক ঋজুতা।

    ছবিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওদুদ (এক নির্মম পুলিশ অফিসার), মিশা সওদাগর (এক সৎ ও সাহসী উকিল) এবং কাজী হায়াত (বিচারকের চরিত্রে)। এছাড়াও রয়েছেন ক্রিশ্চানো তন্ময়, সাইফুল ইসলাম, সুমন, নোমিরা ও মো. ইকবাল।

    চিত্রগ্রহণে ছিলেন সোহাগ খান, যাঁর ক্যামেরায় ফুটে উঠেছে নীরব আবেগের অভিব্যক্তি।

    তোরী মাল্টিমিডিয়া প্রযোজিত ‘আলী’ সিনেমা শুধু বিনোদন নয়, বরং এক মানবিক বার্তা— যেখানে শব্দ নয়, হৃদয়ের ভাষাই হয়ে ওঠে প্রধান সংলাপ। শওকত সজলের ‘সাজু মামা’ চরিত্র সেই নিঃশব্দ ভালোবাসার এক জীবন্ত প্রতীক হয়ে দর্শকের হৃদয়ে স্থান করে নেবে বলে আশা করছেন নির্মাতারা।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930