কালিয়াকৈরে রেললাইনে বিকল ট্রাক, ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ি (হোনাখালি) এলাকায় মালবোঝাই ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে গেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে রাজশাহী, দিনাজপুর, বগুড়া ও রংপুরগামী ট্রেন চলাচলে স্থবিরতা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে রেলওয়ে কর্তৃপক্ষ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথ প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার (ওসি) তদন্ত যোবায়ের আহমেদ জানান, সকালে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করি।
বিআলো/তুরাগ