রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই ওমেন্স ডে পালন
রাজশাহী প্রতিনিধি : জুলাই গনঅভ্যুর্ত্থান পুনর্জাগরণ বর্ষপূর্তি উপলক্ষে নারীদের বিশেষ অবদান স্মরণে জুলাই ওমেন্স ডে পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এ উপলক্ষ্যে সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে মিলিত হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, উপ উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তা এবং জুলাই আন্দোলনে অংশ নেয়া অন্তত শতাধিক নারী শিক্ষার্থী ও নারী শিক্ষক। শোভাযাত্রা শেষে সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জুলাই আন্দোলনে অংশ নেয়া নারী শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের সেই দিনগুলোতে শিক্ষার্থী হিসেবে অংশ নেয়া মোটেও সহজ ছিলোনা। ছিলো নির্যাতন হুমকি, পারিবারিক চাপও। সবকিছু মাথায় নিয়ে যারা আন্দোলনকে সফল করেছেন তাদের জন্য আজকের এই স্বিকৃতি। দিনটি তাদের জন্য গর্বের বলেও জানান শিক্ষার্থীরা।
বিআলো/তুরাগ