ভালুকায় গলাকাটা অবস্থায় মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার, স্বজন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিন সদস্য—এক নারী ও তার দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার টিএন্ডটি রোড এলাকার ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-ভাড়াটিয়া রফিকুল ইসলামের স্ত্রী ময়না খাতুন (৩০), মেয়ে রাইসা আক্তার (৪) এবং ছেলে মো. নীরব (২)। নিহতদের গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকায়।
ভালুকা মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে রাসেল স্পিনিং মিলে নাইট শিফটের কাজ শেষে বাসায় ফেরেন রফিকুল ইসলাম। ঘরের দরজায় বাইরে থেকে তালা দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীর ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। পরে খবর দিলে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, রফিকুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম একই বাসায় থাকতেন এবং অটোরিকশা চালাতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
ওসি আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত চলছে, আমরা সব দিক খতিয়ে দেখছি। হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেশীরা জানান, ময়না খাতুন ও তার দুই সন্তান খুবই শান্ত স্বভাবের ছিল। এমন নির্মম হত্যাকাণ্ডে তারা হতবাক।
বিআলো/এফএইচএস