• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৫৫ লাখ টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে স্থবিরতা কাজের অগ্রগতি নেই, জনমনে ক্ষোভ 

     dailybangla 
    14th Jul 2025 7:38 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিকুর রহমান,কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলায় ইজিবাইক স্ট্যান্ড থেকে থানা অভিমুখী প্রায় ৪৮০ মিটার সড়ক সংস্কারের জন্য সরকারিভাবে ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। উন্নয়ন কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ডুমুরিয়া উপজেলার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স তাবাসসুম ট্রেডার্স’-কে। গত বছরের শেষ দিকে প্রকল্পের কাজ শুরু হলেও নির্ধারিত সময়সীমা—চলতি বছরের ৩০ জুনের মধ্যেও কাজ শেষ না হওয়ায় তা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

    সরেজমিনে ১৪ জুলাই গিয়ে দেখা যায়, রাস্তার উপর শুধুমাত্র ইটের খোয়া ছিটিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার আর কোনো কার্যক্রম চোখে পড়ছে না। পিচ ঢালাই, রোলার চাপানো কিংবা কোনো ধরনের নির্মাণকাজ শুরুই করা হয়নি। ফলে উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

    এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী জাফরুল আলম বলেন, “প্রায় ছয় মাস হলো রাস্তার উপর শুধু খোয়া দিয়ে রেখেছে। কোনো কাজ চলছে না। এতে আমাদের ব্যবসায়িক কাজেও সমস্যা হচ্ছে।” স্থানীয় বাসিন্দা শিউলি আক্তার জানান, “খোয়া দিয়ে রাস্তা এভাবে ফেলে রাখায় চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেবেছিলাম নতুন রাস্তা হবে, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই হবে না। প্রকল্প বাস্তবায়নে খোয়া ছিটিয়ে রাখার পর কাজ বন্ধ থাকায় রাস্তা দিয়ে যানবাহন চলাচলেও ঝুঁকি তৈরি হয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় খোয়া শুধু ধুলো ও গুঁড়ো হয়ে গেছে। এদিকে, ঠিকাদার প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুস সামাদের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ফোন নম্বরে বারবার কল করেও সাড়া মেলেনি, যা প্রকল্প বাস্তবায়ন নিয়ে তার দায়বদ্ধতা নিয়েই জনমনে অসন্তোস সৃষ্টি হয়েছে।

    স্থানীয় ইউপি সদস্য, সচেতন মহল ও সাধারণ মানুষ বলছেন—সরকারি এই অর্থে নির্মিতব্য রাস্তার প্রকল্পটি যেভাবে বন্ধ হয়ে আছে, তাতে কাজটি কবে শেষ হবে তা নিয়ে গভীর শঙ্কা রয়েছে। অনেকেই মনে করছেন, সময়মতো কাজ শেষ না হওয়া এবং তদারকির অভাবে প্রকল্পটি এখন প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে কয়রা সদরের একজন সাবেক ইউপি সদস্য বলেন, “টাকা বরাদ্দ হয়েছে, কাজ শুরু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এটা শুধু গাফিলতি নয়, জনগণের সঙ্গে প্রতারণা।

    এলাকাবাসী দ্রুত রাস্তার কাজ পুনরায় শুরু করে যথাযথভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এলজিইডি ও উপজেলা প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, রাস্তা জনগণের প্রয়োজনে, তাই এই উন্নয়ন কাজ যেন অবহেলায় পড়ে না থাকে এমনটাই দাবি এলাকাবাসীর।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930