তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বন্দরে বিএনপির প্রস্তুতি সভা
স্বাগত জানাতে বন্দর বিএনপির নানা প্রস্তুতি
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও চলছে নানা প্রস্তুতি। এ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড়, মদনপুর এবং নাসিক ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ জুলাই) রাত ৮টায় ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া বিএনপি অফিসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ধামগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন মোঃ আবুল কাসেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন। প্রধান বক্তা ছিলেন ধামগড় ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মেম্বার।
বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মঞ্জুর হোসেন মঞ্জু, গোলবক্স ভূঁইয়া রাসেল, মোঃ মনিরুজ্জামান জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হামজা, মোঃ শাহজাহান, নাসিক ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কাইয়ুম মিয়া, সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, মদনপুর ইউপির সহ-সভাপতি ইব্রাহীম মেম্বার, মোঃ রুহুল আমিন রুহুল ও মোহাসীন প্রধান।
সভায় বক্তারা তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একইসাথে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বিআলো/তুরাগ